টন ডুক থাং ইউনিভার্সিটি সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক স্নাতকদের একটি ব্যতিক্রমী শিক্ষামূলক যাত্রা শুরুর আমন্ত্রণ জানায়। প্রতি বছর বাংলাদেশি শিক্ষার্থীরাও চাইলে এই স্কলারশিপ নিয়ে বিশ্ববিদ্যালয়টিকে করতে পারবেন স্নাতকোত্তর কিংবা পিএইচডি।
টন ডুক থাং ইউনিভার্সিটি সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক স্নাতকদের একটি ব্যতিক্রমী শিক্ষামূলক যাত্রা শুরুর আমন্ত্রণ জানায়। এ বছর সম্পূর্ণ অর্থায়িত স্নাতক বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ১৫ নভেম্বর পর্যন্ত।